মনোহারী দ্রব্য শোভে বাজারে হাজার
বাঞ্ছা ভরা চাহ প্রবল , গ্রাহক ভরমার ,
বিত্তবানের চাহিদায় ধরা অটেল আকার
সবার মনে ইচ্ছে জাগে, ভোগে অপার ।
গরীব-আর্ত সে ধরে ক্ষমতা যেমন তার ,
কখনো বা শূন্য হাতে ফকির আকার ।


আজ এক নব্য আকার , জ্ঞানেরও বাজার
চারিদিকে খর স্রোতা, চাহিদাও চমৎকার ,
দেখা যায় সুখী ও সুজ্ঞানী যতো দরিদ্দার
অনেকে কেনে জ্ঞান ,যাচে না বাচবিচার ।


রুচিবোধে কত নারাজ ,একঘেয়েমী জ্ঞান
যদিও গ্রহণ , প্রত্যাখ্যানে প্রাচীনের মান ।
তবু, আধুনিক অধুনিক ভরে কত জঞ্জাল ,
অজস্র কুমীর ডাকা , নিজের কাটা খাল ।


(ইং-০৯-০৭-২০২০)