ওরে শোনরে ‘করোনা’, শোন
এত কেন নিষ্ঠুর তোর মন ?
ক’মাস বন্দ করেছি কপাট
আস্থাঘরে না দীপ- ছড়াঝাট ,
লক্ষকোটির আর্ত চিৎকার
কর্ণে পশে না একবারও তার !
মাত্র-শুধু তোর খুশীর তরে
স্বজন থেকে সরে, দূরে দূরে ।


আছে গোলা- বারুদ মজুদ
সে শক্তিহীন শূ্ন্য তার বজুদ ,
মোরা বিজ্ঞ, মশায় না কামান-
এসব মানুষ মারার সামান ।


বলে দে উপায় , হতে- জয়
মানছি, তোকে করি-মহাভয় !
বুঝি, গোপনে জানাস বারতা
বাঁচতে চাই , প্রেম ও একতা ।


জীবনে কত রঙিন আশা
কত সুখ হৃদয় মাঝে পোষা-
জানি ,সাথে যায় না কিছু ,
তবু, আহরণে রত মিছু-মিছু ।


দানিলি শাস্তি সংসার মাঝে
মন বসে না কোন কাজে ।
‘করোনা’ এবার শূন্যে দে পাড়ি-
মুক্তি দে, এ বসুন্ধরা- ছাড়ি ।


(ইং-১১-০৬-২০২০)
*-বজুদ > উপস্থিতি , পরিচয়, প্রমাণ ।
*-সামান > জিনিস , বস্তু ।