রাশিয়ায় এসেছিল সাম্যবাদ
নবজীবন-সূর্যোদয় ,
চারিদিকে উত্তাল সুখ সংবাদ
মানবতার মহান জয় ।


মজদুর কিষাণ গরীব তারা
জীবন রসদ পায়
আইন গুণে জাগে সর্বহারা
শাসনে তারাই যায় ।


গোটা বিশ্বে লেনিন দেখায়
মানব মানবে প্রীতি
তিনচৌথাই বিশ্ব ভাবনায়  
মান্যতা পায় নীতি ।


চৌদ্দটুকরো হল রাশিয়া
কোন্ প্রথার দেন ?
ক্রূর-ছল, মাতাল হাসিয়া
আহ্লাদে সুখে হেম ।


ভেদাভেদ ও আপসে দ্বন্দ্ব
যুদ্ধরত আজ জীবন ,
লেনিন নেই, কে ঠেকায় মন্দ
কৈ, ক্রান্তিকারী জন ?


(০৯-০১-২০২২)
তিনচৌথাই > চার ভাগের তিন ভাগ ।
লেনিন-(২২-০৪-১৮৭০ / ২১-০১-১৯২৪) তাঁর প্রয়াত দিবসে শ্রদ্ধা নিবেদন ।