জগৎ সংসার ,গতিময় সে চলার
সাজিয়ে সেথা, নৈবেদ্য ভরা ডালা
যার যা রুচি, সেমত প্রসাদ মেলা ,
চাহিদা পুরণের বস্তু ব্যাপক ভাণ্ডার ।


পাগলপারা ইচ্ছেগুলো করে আত্মসাৎ ,
একদিন ডাক পড়ে যমের দুয়ার
চাওয়া পাওয়া সমস্ত মানে হার ;
সবার একহাল ,সুখী-দুঃখী,অভিজাত ।


গতির আছে নানা দিক সীমা-পরিসর ,
প্রথা-রীত্ সদাগমন না দিকভোলা
সবে যায় একই নিয়মে, চলে একলা ,
স্থান যমের দুয়ার, তার সঠিক খবর ।


শূন্য আস্ফলন সে সভ্যতার কলেবর
যদিও ধর্ম, জাতপাত, সীমাহীন হুঙ্কার
গুণ, রূপশ্রীর মাতম অসীম মাত্রার ,
যম দুয়ারে নিস্ফলা যতেক আড়ম্বর !


প্রতাপী ,ঐশ্বর্য্যশালী, পরিচয় একতার
পুণ্যবান , শোকতাপী ,প্রবুদ্ধ জন
রুখিতে গমন খাটে না কোন পণ ,
সবারই এক কাতার, সে যমের দুয়ার ।


(৩০-১১-২০২১)