হুলিয়া নধর, সুশ্রী অতল
স্বার্থে অটল লোভে প্রবল ,
ধন-সম্পদে স্ফিত- গগনচুম্বী
সমাজে দাপট,-একছত্র দম্ভী ।
পশুত্ব স্বভাব মানুষে দেখা ,
মনে পুষতে নেই অশুভ শঙ্কা ।
বিষয়টা বড়ো না ! চলন জ্ঞানে
এমনটা স্বাভাবিক স্বভাব গুণে ,
একদা মানুষের বাস ছিল বনে
সর্বজীবে সহাবস্থান একই সনে ।


মনুষ্যত্বে থাকা চাই আদর্শ মান
জীবনে চাই শিক্ষা ও সুষ্ঠু জ্ঞান ,
মানুষ হতে হলে একাগ্রতা, ইচ্ছা
সব অপগুণ বর্জন অসৎ কেচ্ছা ,
উপরে মহান নীচে হীনতা পরাণ
হবে না দোষ মুক্ত, পশুত্বমান ।


(০৩-০১-২০২১)