ও ভাই ! মাছের তেলে কি কেহ
মাছ ভাজে না ?
জীবনে যার কৃপায় আগে বাড়া
তারে হয় কি মানা ?


কুড়ুল পিছে কাষ্ঠ আছাড়ি, তবু ,
স্বজাতি হ’ল পর ;
কর্তনে, নির্মূল করে বৃক্ষরাজি
ধ্বংসতে শক্তিধর ।


শোষণ দ্বারা ভরে রত্নে সিন্দুক
অন্যথা সব ফাঁকা ,
বলদ তাড়ালে দ্রুত আগে বাড়ে
ঘোরে গাড়ীর চাকা ।


স্বার্থের তাড়া স্বজাতির দ্বন্দ্ব
দোষটি কোথা দেখি ,
বিভেদে ভরা, একই জাতে-জাতে ,
স্বার্থটা শুধু শিখি ।


(ইং-০১-০২-২০১৯)
*- 'এখানে মাছের তেলে মাছ ভাজা',- "তির্যক" মানে উপকারীকে আরো কষ্ট দোওয়া ।