ভবের হাটে জীবন কাটে
মুখোশ আঁটা কতো ,
আঃ-মরি ভাব সম্বল করে
ঘুরছে মনের মতো ।
কেউ বা চলে স্রোতের টানে
উল্টো কতোর নেশা ,
চাঁদের আলোয় সাঁতার কেটে
রূপটি ধরে খাসা ।
সুখে মেতে তেপান্তর পাড়ি
পক্ষীরাজে চড়ে ,
মন্দ কপাল অচল অধম
মাটিতে ঠায় পড়ে ।
ছুটছে কত এদিক ওদিক
কানা মাছির মত ,
হাতড়ে বেড়ায় হকের ধন
চেষ্টায় অবিরত ।
অধিক পেয়ে, হয় যে পাগল
ভেলকি ধরে নানা ,
মাতাল তার রসদ পেয়ে
আহ্লাদে আটখানা !
ভবের হাটের দিবানিশির
চড়ে শখের ভেলা ,
কেউ বা হাসে কেউবা কাঁদে
লুকোচুরির খেলা ।


(ইং- ১৫-০২-২০২০)