জীবনের খেলা ঘরে খেলা শুধু নয়
ঝড়ঝঞ্ঝা মাঝে সবে পেতে চায় জয় ,
জীবনের ভারসাম্য যদি হয় নড়বড়ে
সমস্ত সুখ-শান্তি উবে যায় ,ঘুণ ধরে ।
স্বাদে পঞ্চমুখ যার মুখরোচক আহার
আহার বিহারে আসে মনেতে বাহার ,
প্রত্যক্ষ জীবনতত্ত্ব তারও আছে মান
যদি রুচিকর রংধরা, জীবনেতে স্থান ।


খলাচার দুরাচার অকাজের মাতব্বর
অরুচি-সমাগম , উৎকট বাচবিচার ,
অমানা যুক্তি-তর্ক যোগ্য নীতি আচার
দৃঢ় প্রারূপে বসবাস , সসীম এক্তিয়ার ।
হোক না কিছুর চোখে জনধ্বংসী ক্ষয়ী
সংখ্যা বলে সফল তিনি, ত্রিভূবন জয়ী ।
রুচিবানে, মানেন না দুর্নীতির তামাশা  
দুষ্কৃতির দুষ্পরিণাম -ধ্বংস তার আশা ।


(ইং-২২-০৫-২০২০)