সময়ের ডাক, ঘন-ঘন প্রসারিত হাঁক ,
মধুর প্রচারে ক্ষণে মনে লাগে তাক !
দু’ই হতে পারে উদয়ে তার মতিগতি ,
বিভেদ বা ঐক্যে ধরা দেয় সবি সুরীতি ।


মানবের মনোবল দেখি না ছল-কাজে ,
চায় না বিফলতা প্রাণান্তে বিশ্ব মাঝে ।
প্রকৃত বিদ্যার দৌড়, স্থিতি-পরিসীমা -
কাজে লাগে সেটুকু, প্রকৃত তার জমা ।


সমবেত সচেতনায় ঘটে ও অঘটন –
বাস্তবে আছে কমি,-তাই অধঃপতন ।
সূক্ষ্ম চিন্তনে নির্মূলে, বিপদের ভাঙন ,
একাগ্রতায় সম্ভব সৌভাগ্যরে উত্তরণ ।


(ইং-২৩-০৫-২০১৯)