প্রতি ঝড়ে ভাঙে টুনটুনির বাসা
খড়কুটো দিয়ে পুনঃ বানায় খাসা ,
রুক্ষ শীতে পাতা যায় ঝরে
কত কষ্ট পায় মরমে মরমে ,
বর্ষায় আবার ঝর-ঝর জল
বাঁচায় বাড়ায় চিন্তা অতল ।


আছে নানা শত্রুর উৎপাত
রাতদিন ভয়ে ত্রস্ত অগাধ !
রাতে নিশাচর , দিনে খেচর
ছোট বড়ো জন্তু-জনোয়ার ,
এত আপদ-বিপদ কষ্ট
তবু দেখি তারে সন্তুষ্ট ।


শুনিনি অপর তরে তার ক্ষতি
তবু তার বাসার গাছটি চাই অতি ,
ঝাড়েমুড়ে সে জঙ্গল কেটে
আমরা আত্মসুখে বেড়াই নেচে ।
সে যে ক্ষুদ্রপাখী বলহীন ,
তার ধ্বংসে সদা ডাকি সবে দুর্দিন ।


(২৭-১২-২০২০)