মানবতার কথা, বলা যাবে না
ওরা দেয় ধুৎকার- টিটকারী ,
এ নাকি পরম দুর্বলতা -
একদম নেতিবাচক, নিরামিষ আহারী ।

শৌর্যবীর্য না থাকলে দেহে
কিসের কৃতিত্ব তার ?
সেই হয় যোগ্য বীর- যে মানুষ করে সংহার ।
এ ছাড়া অন্য পথের পাই নি দেখা
আজ! এটাই পবিত্র পরম মোক্ষম শিক্ষা ।

এখন কোন দিকে সমাজ ধায় ?
জ্ঞান সাম্রাজ্যের অধিকারী সে মানুষ
হারাতে চায় না হুশ ,
আগে সুনহারা দিনটি সকলে চায় ।

নিজ বোনা বিষাক্ত বীজ কত শত ,
সবার অলক্ষ্যে আরো বাড়বে ক্ষত ।

(২৮-০১-২০২৫)