পেতে যৌবন হৃদে, মোহময় খোয়াব ,
দেশে বড্ডো বাড়ুক ,নাইট্ ক্লাব !


চাইলে পেতে -সুখের লেশটা ,
বাপের ব্যবসা, বাজাও বারোটা ৷


এক্ষুনি দরকার উধারী পয়সা ,
ভুলিও আশা , পরের ভরসা ৷


যদি চাও করিতে বিশেষ নেশা-
একান্তে নির্জনে বসে, মার মশা !


লেখা পড়াতে চড়াতে ভেট-
ইন্টার নেটে খেল, শুধু ক্রিকেট !


যদি হতে চাও, কবি এ বেলা ,
নোটবুক,কলমে, কাঁধে ঝোলা
চুল দাড়িতে দেখাও খুব জেল্লা -
চোখেতে হতাশ চাহনি হবে মেলা -
চটি পায়ে, জগৎ ঘোর- একলা ৷


যদি চাও খবরে আসুক চেহারা-
সারো সাদা কালো ধারিতে গাল ভরা ,
শ্মশ্রু, গুম্ফ, চুল ,ছেঁটে, হও নেড়া !


জ্বলন্ত সমস্যার আন্দোলন –ধ্বংস !
কাম-তমাম নস্যাৎ- উপায়ে নাও অংশ-
ক্রিকেট ও তার আদিনাড়িতে ধ্যান-
আদা জল খেয়ে, বাড়াও তার জ্ঞান !!


(ইং২৯-১২-২০১৬)
(হিন্দী শব্দ)- খোয়াব > স্বপ্ন , আশা ।