যন্ত্র , সে জানে না কোন মন্ত্র
কারিগর তারে ইচ্ছেমত চালায়
সে কাজ দেয় প্রচুর মাত্রায় ।
তারও চাই সময়ে খাদ্য
কয়লা, তেল , জল , বিদ্যুত
যন্ত্রের থাকে চাহিদা বরাদ্দ ।
যন্ত্রাংশে মাঝে মাঝে দিয়ে তেল
তাকে করতে হয় ,মসৃণ
তবেই সে দেখায় লম্বা খেল ।

মানুষেরও মনে দিয়ে সুশিক্ষা
সুবিচার ও ধর্ম সংস্কারে দীক্ষা ,
তৈরি করা যায় এক কর্মযোগী
তারাই গড়ে ওঠে সমাজসেবী ।

(০১-০৩-২০২৫)