চিরদিন, প্রকৃতির সেরা অবদান- মানুষ ,
যে রূপেই হোক না কেন, দৃশ্য চেহারায়- হুঁশ ,
অধীন, শ্রেষ্ঠতার আসন তাঁর, প্রগাঢ় সুজবুঝ -
উদ্বেলিত ফুরফুরে মন , চির হরিৎ -সবুজ ।
প্রথমতঃ মানুষ গুণী, স্বভাবে মধুর আপ্যায়ন
একে অপর, অন্তর ভাবনা বোঝে সে অনুক্ষণ  ,
কারণ ,মানবে আছে ধী-মেধা-জ্ঞান সূক্ষ্মতর -
পূত অধ্যবসায় গুণে, যুগে-যুগে জ্ঞান জড়ো ।
জগৎ কর্মকাণ্ডে শুভ নির্ঘন্ট- সমবায় করমে
কালে-আপনত্ব ভাবনায় এ যুগে গগন চুমে ।


মানুষ তাঁরে করে জগৎ খ্যাত, রূপে নারায়ণ ,
সর্ব জীব-জড়, ছুত্-অছুত্ সবে করে আপন ।
বৈচিত্রের স্থিতি, উত্থান-পতন ভাবনা মনন
সে রচে ইতিহাস,সর্ব মঙ্গলে অমূল্য রতন ।
যতো পবিত্র ধর্ম-কর্ম- গ্রন্থ ,স্বর্ণে পূর্ণ ভাণ্ডার
তীর্থ ,ধর্মস্থল ,পান্থশালা গড়ে, মস্ত আকার ।
জগতের চৈতন্য আর হৃদয় গতির স্পন্দন
কাজে সব সাকার করে এ মানুষরূপী নন্দন ।
মুষ্টিবদ্ধ জ্ঞান মশাল , ধরাধামে ধরে আহবান -
সেই তো মানুষ ,সুধী-শ্রদ্ধাবান চিরদিন মহান ।


(ইং-২৭-০৭-২০২০)
আমার কাব্য “আশ্চর্য” সেখানে কবির মধুর মন্তব্য ।
(মোঃ আমির হোসেন-২৭/০৭/২০২০, ১১:১৩ মি:
কবির যত লেখা পড়ি, চমকিত হই! লেখার একটি মাত্র বিষয়বস্তুর প্রাধান্য! মানুষ!)


মানুষকে নিয়ে আমি লিখি , মন্তব্যে অত্যন্ত অভিভূত হয়ে, আদরণীয় কবির সম্মানে ও নামে আজ কাব্যটি আসরে রাখিলাম ।