আকাশ রাঙাতে, রকমারী ফানুস
চাইলে সক্ষম সে প্রবুদ্ধ মানুষ ,
অলৌকিক কথায় ভাগাড়, শ্মশান
সেখানে ও সৃজিতে পারে জান ।
বাতাস মধ্যে শব্দের আনাগোনা
ঘটনার নেপথ্যে ভূতময় ভাবনা ।

উঁইয়ের ঢিপি, নানা কল্প কথায়
কত জনারে চমৎকারে মাতায় ।
নির্জন বিলেতে জোনাক জ্বলা ,
আলেয়ার খবরে ভীতস্ত মেলা ।
পাহাড় মরু বন , অতল জলে
আজগুবী গল্প, উপন্যাসে চলে ।
সত্য অসত্য আছে তাদের জানা
ছল মনের ছক অন্ধবিশ্বাসে আনা ।

(ইং-০৬-১০-২০১৯)