স্রোতসম সময় কক্ষনো সে থামে না,
তার ফেরা কোন কালে তা’ অজানা ।
কাল স্বাধীন- শোনে না নিষেধ বারণ ,
মূল চিন্তা, বাঁচাটা শুখময় কারণ ।


খাই-খাই যেন দেখি সবার ভাব তাই
খোরাক যোগাড়ে সৎ-অসৎ জ্ঞানে নাই ,
না সতর্কতা- নিয়তি পরিস্থিতির মান
সাথী, অযাচিত অপকর্ম তা’ পরিধান ।


হামবড়ো ভাব ভরে দম্ভে চলা মতি-
ভূবনের অধিকর্তা, মানা স্বয়ং পতি ;
সবে যাবে, কেহ আগে, কেহ বা পরে -
যেতে হবে শেষকালে মহারথী- তারে ।


নাম দু’রকম, সৌজন্যে নিয়ে ভালো-
আর হয় সহজে- রূপটি ধরে ‘কালো’ ।
রুচির চাই অনুমতি ধাত মত স্বভাব ,
সে রূপে গড়ে বিচার-গুণে হাবভাব ।


(ইং-০৩-০৯-২০১৯)
*- এখানে ‘কালো’রূপ খারাপ লক্ষণে ও অনেকের উন্নতি হয় এ গুলি করা উচিত নয়--ব্যঙ্গে বলা ।