আবহমানকাল শ্রমে যাদের কাটে কাল ,
যারা দেশ করে , সম্পদে মালামাল ;
তারা রয় ভরা আকাল, থাকে বেহাল !
সেই মে-ডে, আঠারোশত ছিয়াশি সাল ,
হে, মার্কেটে সংঘর্ষের রূপ ছিল ভয়াল !


বিচারের বাণী নীরবে ,কাঁদে,অসহায় !
এণ্ডোলফ্ ফিসার, জর্জ এঙ্গেল ,
আগস্ত স্পাইস, অল্বার্ট পার্সন্স ;
তাঁদের নির্মম ফাঁসিতে হত্যা করা হয় !


স্পাইস, ফাঁসির মঞ্চে রাখে তার ভবিষ্যৎ বাণী ,
এ নীরব বার্তা একদিন ক্ষমতা পাবে, মানি ;
প্রচণ্ড বেগে কাঁপিয়ে তুলিবে পুনঃ এ ধরণী !
একদা এ রুদ্ধ বাণী বিশ্ব ভরিবে হয়ে চিরস্মরণী !


বাণী, অক্ষরে অক্ষরে ফলে মানব বক্ষস্থলে ,
আঠ ঘন্টার লড়াই, জিত তার, এর মূলে !
বিনম্র শ্রদ্ধানত শিরঃ ওদের তরে ,
সহস্র সহস্র শহিদ যারা আত্মত্যাগ করে ;
বিশ্ব শান্তি ,মানবতা, ভাই চারা, যাদের ধ্যেয় ,
সর্বস্তরে তাঁরা শ্রদ্ধেয়, মাননীয়, চিরস্মরণীয় ৷


(ইং-২৫-০৪-২০১৭)
এক মে, বিশ্ব শ্রমিক দিবস ৷ আমেরিকার শিকাগো শহরে
১ থেকে ৪-মে ১৮৮৬ সালে এ ঘটনা, কাজের আঠ ঘন্টার
অধিকার নিয়ে ঘটে ৷ ১৮৮৭, -১১-নবেম্বর, চার জনকে ও বাকিদের পরে ফাঁসি দেওয়া হয় ৷ আরো নেতাদের পরে,
কঠোর কারাবাস ৷ তাঁদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাই ।