ব্যক্তি চিন্তা এখন, সন্ধিক্ষণ কাল ,
সবে চায় স্বাভিমানে জীবন তাল ;
বিশ্বে একাত্মায় জনগণ একাকার ,
মনোবাঞ্ছা শান্তির, বাঁচায় সবার ।


নানা বর্ণ, ধর্ম-জাত, এক সাথে -
ওঠাবসা চলা ফেরায় বন্ধুত্বে মেতে ,
মনের জড়তা বন্ধন, দিগন্ত খুলে -
বাঁচিতে চায় শুধু মানবতার মূলে ।


এক কেন্দ্রিক বিচার, সঙ্কীর্ণতা ভাব
মতভিন্নতা আজি জনতার স্বভাব ;
মাত্র কিছু অবুঝ গোঁড়া- আচার -
নিয়ে, ধরার বুকে অসম ব্যবহার !


জঞ্জাল-পলিমাটি ,হটিলে তাই ,
উজ্জ্বলে আলোকিত হবে সবাই ।
জানায়-অজানায় চাই, সে কাল ,
শুভোদয়ে ভরিবে সে শুভসকাল ।


(ইং-২৫-১১-২০১৮)