ওরা কাজে কম, কথায় বেশি ,
মধ্যবিত্তের, এই হল, রাশি !
পারেনা উঠিতে উপর গাছে ,
সদা ভাবনায় মনটি নাচে !


সজাগ থাকে সমাজে কান ,
ঠুনকো তাদের মান-সম্মান ।
ট্যাকে শূন্য অর্থ-কড়ি ,
দেখায় ঠাঁটবাট, উধার করি ।
স্বপ্ন তার আকাশ জোড়া ,
শীঘ্র চাই, গাড়ি ঘোড়া ।


কাজের বেলায়, শৌখিন বাবু ,
ঝুটঝামেলায়, বেজায় কাবু !
নিছক কথায়, খৈ ছোটে –
ফুরোয় না তার কথা মোটে ,
গল্পের ধরণ, ধাপ্পা-গোঁজামিল ,
হাঁসিয়ে ধরায়, পেটে খিল !


অল্পবিদ্যায় ,বাজায় ঢোল -
বাজনা তার, আবোল তাবোল !
পূজো-পার্বণে, খরচায় মাতে ,
যদিও থাকে না পয়সা হাতে ।
খেয়ে ঘোল, মাংসের ঢেঁকুর !
মান বাঁচাতে ,পোষে কুকুর ।


  (ইং-১৪-১২-২০১৭)