লাভ হানির চিন্তা, সকাল ও সাঁঝে ,
নিজ লাভের অংশ বোকাও বোঝে ।
ঘরে সুখ না হলে, মাঠ-ঘাট ভরসা ,
সবুজ, নিস্তব্ধ স্থান মনে ধরে আশা ।
দশের কর্ম যজ্ঞে, স্বভাবাচারে বন্য -
পর ত্যাগে নিজের অংশপুঁজি শূন্য ।
গেল গেল রসাতল, সব বুঝি জ্ঞানে ,
সত্যতা জেনেও, অবুঝ ভাবনা মনে ।


এই ছল যতোদিন, মান্য রবে সাথে -
মাথাব্যথা জীবনে, দূর হবে না ভাতে ।
কত না হাজার চেষ্টা, দূরিতে জ্বালা -
ঘটি-ঘটি গঙ্গাজল ,দেব শিরে ঢালা ।
শুদ্ধিতে আচরণ অজানা নীতি- পথ ,
অশুভ কর্ম-কাণ্ডে বিফল মনোরথ ।


(ইং-২৩-০৭-২০২০)