মনুষ্য মনে ভরা ভয়, ধমনি-রক্ত-মজ্জায় ,
     যদি মেলে হুঙ্কার ভোলে আচার
     হয় বিবেক শূন্য, শেষ শুদ্ধবিচার ;
হিতাহিত সব ভুলে মন ভরে যায় ব্যথায় ।


নড়েচড়ে বাংলার ঘরে, নেমেছে কালোছায়া
          মেধায় ভাঙন ধরেছে মেলা
          বিবেক বিক্রির চলছে খেলা ;
সুযোগে হাতছানি দেয় আলেয়ারূপী- মায়া ।


ভোট, কোটির মঙ্গল ,বাঁচা-মরা, জীবন যুদ্ধ
        হেলাফেলা না শুভলগ্ন কাজে
      তবু লোক দিগভোলারূপ সাজে ,
সম্মুখে হীরা- তা’ রেখে ,কাঁচ পেয়ে হয় মুগ্ধ ।


(১৬-০৪-২০২১)