একাধারে ভাল কাজ
অন্যদিকে রসাতল সাজ ,
বাঁচায় সব উচ্চ-উচ্চ ডিগ্রী -
পেতে হলে জমিজমা বিক্রী ,
তারপরও মুখ শুখনো
চাকরীর আসে না লগ্ন !


অসীম নাকি যোগ্যতা ,
ভোটে দাঁড়িয়ে নেতা
স্বার্থের ছল পথ ধরে -
তিনি যান দিব্যি উৎরে !
অন্তরে ভালবাসে তাঁরে
মান্যতায় তিনি জীবন ভরে !


সাধারণ সতের সহারা
আকাশ পানে চেয়ে তারা ।
কষ্টের বারঘন্টার মেহনতে
আবার সুখ চাও মর্ত্যে ?
দেখ না ! পরতে পরতে
ধন যায় ইঁদুরের গর্তে !


(ইং-১২-০৩-২০১৯)
*-হিন্দী শব্দ, সহারা >  অবলম্বন ।