বিশাল সমাজ, বিশাল হৃদয় !
এদেশে, ছোট্ট পৃথিবীর বাস ।
হেথা সর্ব মত, একতা ধর্মময় ,
খুশীতে শান্তিতে মিটায় আশ ।


রাজনৈতিক দলেরা সাথে
ভরে শাখা-প্রশাখা, বটবৃক্ষ ,
আবার দেশ সেবায় মাতে
আদর্শে মত্ত দেখি, সব বক্ষ !


এর-ই মাঝে সে দেশ প্রধান ,
এমনি তীক্ষ্ণ বাক্যবাণ হানে -
রক্তচক্ষুতে সবারে শাসান
কত শঙ্কা পোষা তাঁর মনে !


শুদ্ধ গণতন্ত্র মন্ত্রে, শুধু মান্য ,
ধর্মে সহঅস্তিত্ব ও ভাইচারা -
এ নীতি উন্নতির তরে, ধন্য
বহিবে অনন্তকাল এমনি ধারা ।


শপথ কালে ন্যায় ভরা হালে -
তিনি সংবিধান মানিবেন বটে !
আবার কখনো বা সুযোগ পেলে -
এ সীমারেখায়, কার্পণ্য জোটে !!


(ইং-১৫-০৫-২০১৮)-ব্যাঙ্গালোর


*--স্রোত-> “রাজস্থান পত্রিকা”,ব্যাংগালুরু, ইং-১৫-০৫-২০১৮ .