বিচিত্র কর্মতে এ ধরা
আশ্চর্য্য ! না সমাধান, না কূলকিনারা ,
কোথা থেকে এর উদ্গম শ্রেষ্ঠত্বে ঈর্ষা ?
এ গুণ-চরিত্র জানায়- অনন্ত জিজ্ঞাসা ।


মূলে মানুষ না পশু ?
সমস্যার নিরাকরণ হয়নি এখনো-আশূ ।
একবনে, একবাঘ, সে একা করে রাজ ,
আজ, কাজে এ গুণ, মানব মাঝে সাজ ।


দু’গুণীর মনেধরা কালো ,
চায় না মানিতে অন্যের দেওয়া জ্ঞানালো ।
দু’নেতা এক পাড়ায়, সদা ঠুনো-ঠুনি সার ,
দু’সাধু এক মঠে, ওরা- কষ্ট পায় অপার ।


ভিখারীও যায় না বাদ !
দু’জনে এক সাথে ভিক্ষায় পায় না স্বাদ ।
গোপনে একে অপরকে সদা এড়িয়ে চলে ,
এক সাথে দেখা হলে, বড্ডো অন্তর জ্বলে ।


(১৬-১১-২০২০)
আশূ > শীঘ্র ।