কাকের বাসা, বকের বাসা ,
চিল শকুনের আশা ,
তারা চায় না ভাল ঘোঁসলা
বিচার সবার খাসা ।


সুখের পায়রা, বাদুড়দল
বাসায় মাতে কম ,
স্বভাবগুণে আপন ভোলা
খামখেয়ালী ধরম ।


বাবুইয়ের বাসা বড়ো খাসা
গাছের ডালে ঝোলে ,
টুনটুনি সে ঝোপঝাড়ে
বাসা বাঁধে হালে ।


কলা, পেঁপের গাছে আবার
বাসা বাঁধে না পাখি
পরের বাসায় ডিম পেড়ে
কোকিল দেয় ফাঁকি ।


(১১-০২-২০২১)
ঘোঁসলা > বাসা