মাতৃজঠর হতে, হয় আদি প্রজন্ম ,
দীর্ঘ জীবনে আরো ঘটে এ ধর্ম ।
তারপর এক জন্ম, করে প্রতিক্ষা ,
বিদ্যালয়ের শেষ বোর্ডের পরীক্ষা !


পরীক্ষার সুফলটাই জীবনের দৌড় ,
ফেল হলে, মাটি হয়, সব উপুড় !
নব জনমে, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে ,
এ-ও জনম, ভাল, ফলাফল ধরে ।


কর্ম যোগাড়, এ-ও এক নবজনম ,
উপার্জনে জীবন,ভানে সুন্দরম ।
এক করা চারহাত, শুভমিলন -
এ-ও হয় উদয়ে, এক, নবজীবন !


উত্থান পতনে ,পদে-পদে তার ,
এক-এক বাঁক-মোড়, তা’ অপার !
যদিও এভাবে ঘটে, নানা জনম -
লোকের অদেখা, এ জনম ধরম ।


(ইং-০২-০৪-২০১৮)
-বেঙ্গালুর