মা লক্ষ্মী পাতালে ! শাসন হয় অচল !
আশঙ্কায় দেব-দানব, করে কোলাহল ।
ধন-তিনিই লক্ষ্মী থাকিলে আঙন ভরা -
কিসের অভাব সেথা, স্বদেশকে গড়া ?


ভোটে গড়া যোগ্য রত্ন, মহারত্ন নেতা
তিনি রূপে প্রভু সেজে সত্যকারে ত্রেতা ।
কষ্টের ধন স্থাবর, অস্থাবর সব হয়-লক্ষ্মী
নেতা দ্বারাই পায় রক্ষা জগৎ মানে সাক্ষী ।


শস্য -রত্নে, তিলঠাঁই নাই কোষাগারে ,
নেতা যদি ইঁদুরসম চোরা গর্ত খোঁড়ে !
কত জ্বালা সহ্য করে ধন আর ফসল !
গাছে গাছে চোখে পড়ে ফাঁপা ফল খোল ।


জাহাজের তলদেশে হ’লে ছিদ্র-ফুটো
থাকে না বাঁচার উপায় যতো করো-ছুঁতো ।
কামারশালার আগুনে চালিয়ে হাঁপর ,
কেন তাতে না আগুন ? চাই খবরা-খবর ।


(ইং-০৬-০৬-২০১৯)