যুগটা ছল্ , প্রতি কর্মে বন্ধন ধকল
সুবিবেচক চল, হতে গেলে সফল ।
গোড়ায় গলদ, বোঝা হ’ল যাহাতক ,
নিজেরাই নিজের ভবিষ্যৎ ঘাতক ।


কৃষক অনশণে , লড়ছে প্রাণপণে
কান দেই না আগে তাঁর কল্যাণে ।
রন্ধন কালে ঘুঁটে, বলে না মুখফুটে ,
তার বুকে কত জ্বালা, বাস্তবে বটে !


শুদ্ধবায়ু ছারখার, খোরাক চাই সবার
বন-জঙ্গল উচ্ছেদে সব করি সাবাড় ।
মুদিয়া আঁখি, নিজ কর্ম-কাজে সাক্ষী
আসল রাখি, ভালবাসি রং-রূপ মেকী ।


(৮-০৩-২০২১)
ধকল > কষ্ট, জ্বালা ।