বেড়াল ঢুকেছে ঘরে
বাজাও খুব করে তালি ,
আপাততঃ সার এ কাজ
বিড়ালটা যাক চলি ।
দেশে ঢুকেছে বেকার
করছে কাজের আবদার ,
লেঠেল দিয়ে ভাগাও
দরকার হলে গুলি চালাও ,
নিরীহ বেড়াল, তারা নয় !
থামবে কী ক্ষণিক করে ম্যাঁও ?
সবদিকে সমস্যা বৃদ্ধি
পালটাও রাজ ,
পুনঃ একি নূতন সাজ
সেও খায় অধিক মাছ ।
দেখে সিঁদুরে মেঘ
ঘর পোড়া গরু করে ছটফট ,
পূর্ব অভিজ্ঞ কর্মযোগে
বোঝে, বিপদ বিকট !
ভেদে, বেড়াল ও গরু
তার পার্থক্য অনেক -
মানুষের আবার বুদ্ধিসুদ্দি
সর্বদা রয় কাজেতে শুদ্ধি
দুঃখ ,ব্যতিক্রম যে যতেক ।
(১০-০৩-২০২৫)