বিশ্বমানব সভ্যতার সমস্ত অবদান
সবরকমের মানুষের ত্যাগ-বলিদান ।
কেহ কিছু মূল্যে বা লোভে- মোহে ,
অথবা, ক্রীতদাস রূপে শ্রমদান, ভয়ে -
সময়-শক্তি, মেধা-বুদ্ধি ,সব করে দান
তাই সংসার, বৈভবে ছুঁয়ে আসমান ।


একদা ছিল ঘনঘোর অরণ্য-জঙ্গল
জীবে আপসে করিত দ্বন্দ্বদ্বেষ প্রবল ।
চরম শত্রু মাঝে, বেঁচে ছিল সে নর !
যদিও সীমিত সাধনে হয়ে- যাযাবর ।


গোপনে শুভরে ক্ষতি-ধ্বংস ভরপুর
যুগ ছিল সন্ত্রাসের অহরহ ভয় শত্রুর ।
রোগ-ব্যাধির কবলে জড়িত কতবার ,
মাত্র সামান্য সাধনে লড়িত আরপার ।


মানুষ সে বুদ্ধির জোরে পায় নিস্তার ,
এখন বিজ্ঞানে সুসম্পন্ন, ভরা সংসার ।
জ্ঞানবোধে যখন জাগে মৃত্যু আভাস -
সমূলে মানুষই করে সে শত্রুর নাশ ।


(ইং-২৩-০৩-২০২০)