এ নয় কোন নেশাগ্রস্ত মাতাল মনের কথা ,
অন্তরের অন্তঃস্থলে প্রকম্পিত ভাবনা যথা ;
নীলগগনের স্বাধীনচেতা ঐ নিরীহ পাখী
খাঁচায় বন্দী করে গৃহ কোণে, ছলে রাখি !


অবুঝ মনের অব্যক্ত আবেগী ভাববিহ্বল বাণী
মাথা ঠুঁকে, হাজার চেষ্টায় কতটুকু তা জানি ,
ছিল সুখভরা কুজন-কাকুলী, শাখী-শাখী ,
প্রেম-সোহাগে পরাপর মাতাল মাখামাখি ।
পাখী কি আকুতি জানাবে অন্তরের বেদনা ,
ক্ষতি-পূরণ হয় কী নিরাপরাধী বন্দীর যাতনা ?


পাষাণ প্রাচীর আভেদ্য তার বুক আরপার ,
এখনো প্রস্ফূটিত নয় প্রজন্মের সুসমাচার ।
ঊষরভুমি-অনুভূতি, সীমানা- যে অতি দূর ,
মূল্যে ভাবলেশহীন তার কত কত অমধুর ।


(ইং-০২-০৯-২০১৯)