যদিও উন্মুক্ত অহরহ মনের জালানা ,
আমার ভাবনা কালে, ধোপে টেকে না !
যেমনি বলা, আপনত্বে চলো নিয়ে সখ্যতা
ঘোল ঢালে মাথায়, কে শোনে কার কথা ।


যদি বলা, শান্তিতে হোক বসবাস এক সাথ ,
অমনি তর্ক আসে, গাধা-ঘোড়া, বাঘ-ছাগল
অগ্নি-জল, কঠোর-তরল , অমৃত-গরল ,
যতোই মেশাও ,মেল খাবে না- হাতে-হাত ।


অগত্যা, বিভেদ ধরে, ধারাও ছুরি ,কাঁচি, সব........
সখা-বন্ধু-গুরু সাথে মিলে মহানুভব ,
এ যুগে মনের শান্তি মিটাও হরসম্ভব
মানুষ হোক বাসিন্দা মহোর্লোক ,
জন্তু-জানোয়ার সম বানর,গর্ধব ।


(ইং-২০-০৫-২০২০)
মহোর্লোক > সপ্তলোকের- এক ।
*-(বাঁচার দুটোই পথ শান্তির আর অশান্তির মানুষ কোনটা চায়, তাই ব্যঙ্গে বলা । ধন্যবাদ ।)