ঘোলাজল স্থির হ’লে তলানি পড়ে ,
কর্দম-গাদ, আবর্জনা যায় সরে ।
একাজ একদিনের নয়, কর্ম মূলে ,
বহু কাল নিয়ম ধরে থিতানী চলে ।


অপগুণ সরে শেষে জল সে স্বচ্ছ ,
জলের শুদ্ধি-সুচিতা-মান হয় উঁচ্চ ।
নাছোড় অবাধ্য ময়লা সাথে মিশে
ঘটায় জঘন্য সংক্রমণ সর্বনেশে  !


স্বার্থী রাজনৈতিক দলে , চরিত্রে পাই
সুযোগে জোট বাঁধে যাচ্ছেতাই ,
জলধর্ম মত, অপগুণ থিতায় না কভু
সরকার গঠনে গড়ে ওঠে প্রভু !


এ এক দুষ্টু চালাক ক্ষমতার- নীতি ,
আগে রাজকাজে ভরে অধঃগতি ।
কত শাসন পার হ’ল এমনি ভোটে ,
পারিল যুগ কাল, অসাফল্য জোটে ।
(ইং- ১০-১২-২০১৮)