শোভে যেন বিজ্ঞ কত
ক্রোশ দূর ধর্ম মহত্ত্ব ;
যাঁরা হন ছলবাজ ,
মাথায় ধারণ ধর্ম-তাজ ।


মানব সেবার মহান ধর্ম
সহিষ্ণুতার উপেক্ষা,-কর্ম
জ্বলন্ত সমস্যায় গ্রস্ত দেশ
আজ কেন ধরা সাধু ভেষ ?


সাধুর কাজ -
দেখা, ইহলোক পরলোক ,
শাসকের কাজ সেবায় সংযোগ ;
শুদ্ধতার বাহনায় পাশার চাল -
ছেলে ভুলানো নীতির ঢাল ,
জয়ঃতে সহজ পন্থা,- খেয়াল
দেশ ভরে চলে ধর্ম-জাল ।


পেতে সে পরমার্থ
কার লাভ কার স্বার্থ ?
গোড়া কেটে সে গাছ
আগায় ঢালা জল,- আজ ।


(২১-০১-২০২৪)