রুচির নিয়ম আলাদা পাই
গ্রহণ বর্জনের অন্ত নাই ,
চাইলে সে মুখ, রুচিরে বাদ
নির্মূল হয় বুঝি জিহ্বার স্বাদ ।


নানা কষ্ট বহনে বুক
সুখ-দুঃখ সহনে খুব-
নিয়ম নীতি তাল ঠুকে
চলতে হয় যে এ যুগে ।


জীবন নদে দিতে পাড়ি
রুচির নিয়ম ছড়াছড়ি ,
কোন নীতিতে কার উদ্ধার
ভাল বোঝেন প্রবুদ্ধ তার ।


সুফল নীতির সমাবেশ -
ভাবনায় আনতে অশেষ ক্লেশ ।
ভিমরুল চাকে মারিলে ঘা ,
নাম নিতে হয় বাব্বারে-বাব্বা !


(ইং-১১-০৮-২০১৯)