কোথাও সাদা কোথাও কালো
বেশীতর আঁধার , কম আলো ,
প্রকৃতির ভাণ্ডার সুখকর ভরা  
জগৎটা তবু হাহাকারে সারা ।
কত রংধনুর রঙে ভরা অম্বর
সবে রাখে না- উন্নতির খবর ,
ডুবিয়ে ভরা, ধামা-ডোল-ঘড়া
লাভের কাজ, অর্থ জড়ো করা ।


সুধীজনে তীর্থ গতি, ধর্মাচার
বাঞ্ছা, উপার্জন দুই থেকে চার ,
সম্পদে বৃদ্ধি, অমাপা অপার
হন্যেতে চল, ঘোরে চারিধার ।


একদল নব নব পথ খোঁজে
পথও নেতার মেলে সহজে ,
স্বপ্ন সাকার, পদে সে আসিন
সিদ্ধিলাভ, ত্যাগেতে কৌপীন ।
কত তপীর তোষামদী মন
যশস্বী- নামী, আস্থা ভাজন ।
চরণে ফুরায় তাঁর পদ ধূলা
সেই সুখকর পথটিতে চলা ,
মধুর মধুর ঈশ নামজপ বুলি
সান্ত্বনার পথ, এ যুগটা কলি ।


(ইং-১০-১১-২০১৮)
ঈশ নাম > ঈশ্বর নাম ।