মানবমূল্যের পরাকাষ্ঠা, জ্ঞানে জ্ঞাত সে বিচার ,
পরোপকার ,জীবনবোধ, দেশভক্তির চাহিদা বিশাল -
সমতা, ভাইচারা- বর্গবিহীন সমাজ স্থাপনার
তাঁর কর্ম-ক্রান্তিকারী জীবনই এক বড় মিশাল ।


কপর্দক শূন্য- সাধারণ এক পরিবার
নিজ শিক্ষা-জ্ঞানে খাড়া করেন মহাতুফান-ঝড় !
জীবনটার সৃষ্টি যেন মহান কাজে
সত্য চরম প্রমাণ নিদর্শন রাখেন সমাজ মাঝে ।


বিশাল সাম্রাজ্য যার সূর্য যেত না অস্ত
তার হাত থেকে দেশোদ্ধারে সদা জীবন ভর
সুখ-নিদ্রা ত্যগে, দল গঠনে, অহরহঃ ছিলেন ন্যাস্ত ।
দেশবাসী তাঁর মহান ক্রান্তিকারীর মূল্য -
উপস্থপনা করেছেন মানব হৃদয়ে দেবাতা তুল্য ।


(২৩-০৩-২০২৩)
ভগৎ সিং- তাঁর জীবনকাল-(২৮-০৯-১৯০৭ / ২৩-০৩-১৯৩১) ।
তাঁকে, আজকের দিনে-(২৩-০৩-২০২৩) মাত্র ২৪ বছর বয়সে লাহোর জেলে ফাঁসি দেওয়া হয় ।
সাথে রাজগুরু ও সুখদেবকেও । দিবংগত ক্রন্তিকারীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ।