‘নেতাজী’ নামটা খুব আকর্ষক, সম্মোহিত সবে করে ,
দুর্বল, লাচার, আধমরা , সেথা অপরূপ প্রভাব পড়ে ।
জাগায় শিহরণ অন্তরে সারা ,
হৃদয়ে অনুরণন, দেয় নাড়া ।
সসম্মানে স্বীকারে সকলে, তিনিই জাতির নায়ক ,
শৌর্য্য-বীর্য্যে কর্ম যে তাঁর, দূত- স্বাধীনতার বাহক ।


ছাত্র জীবনে প্রতিজ্ঞা করেন, মার মুক্তি হতেই হবে ,
ভবের বুকে না করাগার, যাকে নেতাজী ভয় পাবে ।
রূপ কথা নয় ? যোদ্ধা-বীর ,
অদম্য, দেশত্রাণে ব্রতী-স্থির ।
সুভাষ নামে আমরা সচল ,প্রতি প্রাতে স্মরণ রেখে ,
নেতাজী নামটি সদা স্ফূরণ, কোটি কোটি জনমুখে ।


(ইং-১৯-০১-২০২০)
শ্রদ্ধেয় নেতাজী সুভাষ চন্দ্র বসুর শুভজন্মদিন
(ইং-২৩-০১-১৮৯৭) , তাঁকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ।