রাজনৈতিক শিক্ষাগুরু দ্রোণাচার্য
কহেন ডাকি- দুর্যোধন ,
এসো, শতভাই আমার সমীপে
রাজকাজে শিক্ষায় দাও মন ।

সম্মুখে হেরি রাজমুকুট অধিকারে অপর ,
আর ঐ নারীর পরিধান পরম পবিত্র বস্ত্র
ভুলেও কি আশা কর -
সে সব পেতে , বিদ্যা-বুদ্ধি করতে অপবিত্র ?

বৎস , রাজনীতির পাশা সহজে জেতা যায়
যদি কিনা হয় ছল-চাতুরী ময় ,
কোন পথ বেছে নেবে, তোমরা শতভাই ?
অসৎ পথে আগে মনুষ্যত্ব হয় ক্ষয় ।

গর্জে ওঠে দুর্যোধন ,মানবতা আবার কী ?
বিরোধী সে তো শত্রু, তাকে মারাই কাজ ,
মান-সম্ভ্রম আত্মগরিমায় চাই হিংসার সাজ ।
উভয় চাই, মুকুট ও বস্ত্র -না বিচলিত মন
মহাশক্তি ধরি শতভাই, না কোন ধর্মে কম ,
সদা তৎপর সব মারণ অস্ত্র, আসুক না যম !

(১৩-০৬-২০২২)