যুগপুরুষ বিদ্যাসাগর, সমাজের দৃঢ় প্রাচীর ,
করেছেন কর্ষণে উর্বর- সে বঞ্জর ক্ষিতির ।
ঘুণধরা যতো রীতিনীতি জ্ঞান-বোধে সজাগ দৃষ্টি
বঙ্গমায়ের ক্রোড়ে জগৎখ্যাত এক অপূর্ব সৃষ্টি !
কুসংস্কারে বদ্ধ শৃঙ্খল, তার বেড়ি ভাঙা -
চৈতন্যে কী অপরিসীম শক্তি ! তা’, আজো অজানা ।
অসাধ্য সাধনে ব্রতী, জীবনকে যুপকাষ্ঠে রেখে -
সিংহবিক্রমে সোচ্চার উদ্গার, গায়ে নিন্দা-কালিমা মেখে ,
প্রগতির দর্শন পান , সমুজ্জ্বল নিদর্শন -
সে মত পণ, কর্মযজ্ঞে আত্মনিবেশ, মন
প্রতিস্থাপনে প্রকৃত জ্ঞানের জনহিত মহিমা -
তিনি যে কালদ্রষ্টা মহাপুরুষ- তাঁকে হল জানা ।


(২৬-০৯-২০২০)
(২৬-০৯-১৮২০ – ২৯-০৭- ১৮৯১)
ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দ্বিশততম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি ।