জ্ঞানে ভরা গ্রন্থের প্রতি পাতা-
তারা সম্বৃদ্ধ, নীরবে পড়ে গাদা ।
যায় না আপদ সে জ্ঞানে-সদা
কেন এত বাধা, গোলক ধাঁধাঁ ?
সময়ে ধারণে অক্ষম, এ মূঢ়মাথা ,
অকারণে বোঝা বয়ে চলি অযথা !


কিরণে, সূর্য নয় তার কার্পণ্য
চাষী, সমানে যোগায় জীবে অন্ন ।
গাছ-পালার খুব, প্রাণবায়ু দান -
মোদের  দানের, কী সে মান ?
সবার গচ্ছিত, কেড়ে-কেড়ে খাই-
প্রতিদানে, কৃতজ্ঞতার- নাম নাই !


মনে হয় কোথাও, স্বার্থ প্রবল ,
প্রাপ্য জ্ঞান কী হল ? সব অচল !
তবু লেখা-লেখি, জ্ঞানের কাব্য ,
অজানা আঁধার, সেসব ভবিতব্য ।


শূন্য হাঁড়ি রাখিলে উনুন ’পরে -
স্বয়ং ভাতে যাবেনা হাঁড়ি ভরে ,
লাগে যোগাড় চাল,জ্বাল, সময় -
যত্ন-ধৈর্য-নিয়ে প্রেমে ,রান্না হয় ।


(ইং-০১-০১-২০১৮)