ভূতেরা জীবিতেশ্বর ভরা এ সংসার
সাধারণতঃ স্বভাব চরিত্র ঠিক না তার ,
প্রতিটি কর্মকাণ্ডে মাথা থাকে খারাপ
প্রেমপূর্ণ আদলে বোঝে না আলাপ ।


যুদ্ধ করে না , না-করে অস্ত্র পাচার
ভূত নিধন যোগ্যে, নাই কোন বিচার ।
দল ধরে ভয় দেখায় প্রতিদ্বন্দ্বী শত্রুরে
এ কাজ হয় না উজালায় ,রাতে করে ।


যদিও কিছু নিষিদ্ধ খাদ্যের নেয় স্বাদ
তবু, স্বজাতি ধ্বংসে হয় না সে উন্মাদ ।
সভ্য সমাজে নিকৃষ্টতম যতোসব কাজ
উজ্জ্বল আলোয় লোকালয়ে ,ঘটছে আজ ।


আঁধার রাতে ভূতের রাজ্যে, উপরে ভয়
তারা ও ভয়ে-ভয়ে চাপাস্বরে কথা কয় ।
শাস্ত্র মতে শ্রাদ্ধ না হ’লে হয় সে ভূত ,
তবু ঐ ভূতেরা ভাল তার দেশে অযুত্ ।


  (ইং-১৪-০৩-২০২০)
আমরা যদি মানি, ভূতের দেশ আছে, তবে তারা তো নিকৃষ্ট ! মানুষের অধম । কিন্তু তারা যে কাজ করে , মানুষ তার ও উর্ধ্বে করে । যেমন ভূত যতই খারাপ হোক মানুষের মত জঘন্য কাজ করে না, যুদ্ধ, অস্ত্রর লেনদেন করে না, স্বজাতি ধ্বংসে মাতে না...... ইত্যাদি । সবই ব্যঙ্গ করা । ধন্যবাদ ।