দা-য়ে যদি ধার থাকে -
কাটিবেই প্রতি কোপে ,
তীরে যদি গতি থাকে -
সসাগরায় শত্রু কাঁপে ।


জ্ঞানে যদি গুণ থাকে
অপগুণ হবেই ধ্বংস -
সৎ হ’লে কৃষ্ণের মামা
হত না- নির্বংশ, কংস !


আলসে হ’লে কর্ম করায়
অভাব যায় না শেষে -
নিজ ক্ষেত ফাঁকা ছাড়ায়
খোরাক মেলে না বসে ।


নিজ দাঁত মজবুত যদি
নকলে হয় না বড়াই ,
অভাব কালে স্বভাব নষ্ট -
তবেই লাগে লড়াই ।


খাঁচার পাখী বন্দী তাই -
তার ইচ্ছা গেছে ঝরে ,
সুস্থ্য দেহ, ভাবনা শূন্য ,
চায় না সে আগে বাড়ে ।


(ইং-১৫-১০-২০১৮)