প্রজ্ঞা-জ্ঞান চেয়েছিল, সে ওরাংওটাং !
গড়ে উঠুক সুসভ্য রূপে, নব- ঢং ।
কত না পাঠশালা, গড়িল এ মর্ত্যে -
কত না পাঠ, শিখিলো প্রকৃত সত্যে ,
সে পরিবেশে, পোশাকে, আভাসে,
অনেক ভদ্রতা জানিল অবশেষে ।


পরিবর্তনে চলে, তুমুল প্রতিযোগিতা ,
আপসে পরিশোধনে, ভরে সভ্যতা ।
জয়কার চৌদিকে তার মান-সম্মান ,
তবু দেখা, ক্ষিতি ভরা, ওরাংওটাং !


কিছু বদল, দু’হাতে ঝোলা ডালে -
তবু সেই লম্পঝম্প অকারণে জলে !
এখনো কুক্ষণে ঝোলে শিলিং ফ্যানে ,
অসময় যন্ত্রণায়, জ্বলে আগুনে !


সাত তারায় খায়, স্বর্ণ থালায় -
শোভে গলায় সুগন্ধি মালায় !
ওরা এখনো বিরাজে, বুনো-বংশজ,
তারাই আকাশে উড়ায়,-জয়ধ্বজ !


(ইং-০৬-০৪-২০১৮) -ব্যাঙ্গালোর
( Orangutan > ওরাংউটাং > ওরাংওটাং > আদি বন মানব)
আজ সুসভ্য তাঁরা, তবু আচরণ......!!!!!! .