যে সুন্দর ! তার মূল্য-দাম, অহরহ-হরদম ,
কিছু আছে অবুঝ জংধরা সিক্ত মন ,
ভিন্ ধারায় বাঁচা-বাড়া, সুন্দর সাধের জনম ।


অজানা ! কোনটা ঠিক আর কোনটা যে ভুল
কাজে ভালরে দিতে শেখে নাই তুল ,
কোন-ই দাম নেই তার কাছে সে সুগন্ধিফুল ।


তার কিবা দোষ , বৃথা পোষ কেন রোষ ?
অবাঞ্চিত ভেবে করো আপোষ ,
প্রতি কাজে খুঁজো না, মনেতে অযথা দোষ ।


প্রপঞ্চে ঘিরে সংসার ! কলেবরে মহাকায় ,
সহ্যতে শান্তি, এ বিপুল ধরায় ,
হায় ! অন্যথা সুগঠিত নেই যে সুষ্ঠু উপায় ।


(ইং-০৬-০১-২০২০)