তিন সৌখীন জটলা করে
কল্কে পুরাণ নিয়ে ,
কার কত সুখ এ দুনিয়ায়
দুঃখ সকল জয়ে ।


এক বলে, শোনরে দয়াল
দিতে চাই পাড়ি -
আকাশে ওড়ার শেষ স্বাদ  
মোহ-মায়া ছাড়ি ।


অপর বলে, নারে ভাই
ভৃঙ্গীর সাথে বসে ,
যদি পেতাম সুখের টান
প্রাণ ভরত রসে !


শেষের জন বলে শোন ,
চিন্তা জাগে মাথায় ,
সাজাগোঁজা কল্কে দিস্ -
আমার শেষ চিতায় ।


(০২-১২-২০২০)
কল্কেপুরাণ > নেশা জনিত বার্তালাপ ।
*-কাব্য সার > দুঃখ-কষ্টে জীবন জর্জরিত হলে, বিতৃষ্ণায় এমনি কত ভাব মনে আসে ।