সামনে যা পায়, সমানে তা’ খায় ,
এ বিরাট কর্মকাণ্ড- জীবনধারায় ।
       আলো-জল-বাতাস
        খোসা-আঁঠি-শাঁস
        ফুল-পাতা-ঘাস
      সব খায়, বারোমাস ,
তবু আত্মাভরা আরো অজস্র আশায় ,
না পেলে, চোখের জলে বুক ভাসায় ।


এ খাদ্যগুলি অতি মহান তাঁর শান
চেষ্টায় যত্ন, অমিলে উসখুস পরাণ ,
         মদ-গাঁজা-ভাং
         কচিমাংস, ঠ্যাং
         সাপ-মাছ-ব্যাং
        শোল-মাগুর-চ্যাং ,
আরো আরো খাবার তরে ভরা ধ্যান ,
সাত তারায় খুব খেয়ে- বাড়ায় মান ।


সে বেচারা অধম, অকারণ খায় গালি ,
জাগিতে আদানুন খেয়ে চেষ্টা, কেবলি ।
           কত খায় ঘুষ
          কত নাখেয়ে খুশ ,
          যার ভাবনা তুষ
           কমতি রয় হুঁশ ।
মুনাফায় খনিজ সম্পদ, পাহাড় মাঠ ,
বনজঙ্গল-নদীজল খেয়ে করে চোপাট ।


শান > সম্মান,  সাত তারা > রম্য হোটেল ,
চৌপাট> চোপাট >লোপাট> নিঃশেষ ।
(ইং-২৭-০২-২০২০)