আমি সেসবের আভাস পাই ,
অনেক কথার যে জবাব নাই
ভূত আর শয়তান
কোন্ প্রভুর রচনায় দান
দিনোদিন ওরা বাড়ে আপ্রাণ ,
কেন দূরিতে দেন না ধ্যান ?


সদরে প্রকাশ্যে এসব বলা-
কত যে বাড়ে ঝুট-ঝামেলা ,
বাঁচা গেল ! অনেকে কানে কালা ;
বাকির মগজে হবে হয়তো তালা !


তবু আছে আমার স্বভাব দোষ -
মনে হয় আমি যেন বুনোমোষ ;
ক্ষণে-ক্ষণে মন করে খুস্- খুস্ -
যেন পড়ে আছি গুণটানা ধনুষ !
পেলে তীর, করি চৌচির -
কত হয় এমত কাজে অস্থির ।


পেট যেন ভরা নর্দমা-
কথায় না লাগাম দাড়ি-কমা
অযাচিত বেরোয় যতো জমা ,
জানি ভবিষ্যৎ ফল না মেলা ক্ষমা ।


যা দেখি হেথা-হোথা –
যার নেই আগা- মাথা ,
সব অকাজের যেন ব্যাঙের ছাতা
আমার লেখা এসবে ভরি খাতা-
ভরা স্বভাবদোষ, নিছক মূর্খতা !


দূরে রয়—মোর নিকট আপন-
কাছে পাই না সুহৃদ সুজন -
বিতাড়িত মোর ভ্রাতা ও শ্রোতা ,
তবু চালু রয়, অখাদ্য তরজমা ।


(ইং-১০-১২-২০১৬)