সে পবিত্র দিবস রাখি বন্ধন দিন ,
এ প্রথা সমসূত্রে বাঁধা, সার্বজনীন ;
কার্জন ছিল ঘোর ভেদ নীতির ভক্ত
চায় সমগ্র বাংলাকে দু’দেশে বিভক্ত ,
কার্জনের ঘৃণিত সে দমন চক্রান্ত ,
রবীন্দ্রনাথ সময়ে করেন তা’ অন্ত ।
স্বদেশীর একতার ঝাণ্ডা হাতে ধরে ,
হুঙ্কারে বীর-বিক্রমে নামেন সমরে !


সবার হাতে বেঁধে দেন পবিত্র রাখি
সেদিন হিন্দু মুসলিম একতা দেখি ,
আন্দলোনে ইংরেজ আইন ছিন্ন- তায় -
হয় ভগ্ন-বাংলা, পুনঃ যুক্ত একতায় !
আজকে রাখির দিনে ভরে হতাশায় ,
হারানো রবীন্দ্রকে, অতিশয় ভাবায় !!


(ইং-২২-০৮-২০১৮)