বাজিলে জোরে জোরে ঢাক                        
সকলে দেখি হয়ে অবাক !          
ঢাক, কিসের যে দেয় ডাক        
কেন লাগে এসবেতে তাক ?          
ঢাক তো নিজে বাজে না          
বাজার বিদ্যে তার যে অজানা ৷      
কারা ঢাক বাজায় ?                 
এ কাজ কারা করে মজায় !        
অবশ্য আছে এর কারণ             
দেখিয়া বাজার ধরণ ,               
ঢাক বাজে না অকারণ             
কিসের যেন করায় স্মরণ !          
বাজনার রূপ আলাদা-আলাদা
সাধারণ বাজায় সিধেসাদা ;           
কেহ বাজায় কম               
কেহ বাজায় হরদম ,               
কারো সুর নরম               
কারো সুর চড়া গরম !             
যে যাহা পায় খুঁজে               
ঢাক বাজায় তাহা বুঝে ,          
ঢাক যে স্বাধীন                
বাজনায় যায় তার দিন !
                                      
ঢাকের তালে তুলে আওয়াজ
সন্ত্রীরা করে কুচকাওয়াজ ৷          
খাজনার বাজনা বাজিলে কানে        
দাবদাহ ধরে মনে-প্রাণে !        
পূজা পার্বণে বাজিলে ঢাক    
সে, উৎসবের যে দেয় ডাক ৷
          
অসময় বাজিলে বেজায় ঢাক    
জ্বালায়, জনতা হয় হতবাক !
এভাবে ঢাক বাজায় কারা ?
রঙ্গ রসে ডুবে যারা ,
অর্থ বল আর নামডাক
করিতে চায় সবারে অবাক !
অড়শ-পড়শ অসাড় করে
ঢাক পেটাবে জোরে জোরে ,
ঢাকের স্বর বহু দূরে
হরদম দিচ্ছে বাতাসে ভরে !
খরচা-পাতি বাড়া বাড়ি
বাঁধায় অকারণ হুড়ো-হুড়ি ,
পরের ধারে, ধরে না ধার
ঢাক পেটাবে বারংবার ৷


বৃদ্ধ শিশুর করে না খেয়াল
ছাত্র রোগীর করে বেহাল !                
ভঙ্গ করে না বাজনার তাল
ঢাক পিটিয়ে কাটায় কাল ৷
শান্তির দুয়ারে দেয় হানা
ঘুমের ঘরে ব্যাঘাত আনা
শোনে না তারা কোন মানা ,
ঢাক বাজানো শুধুই জানা ৷
ঢাকে যেন বাড়ে সুনাম
নিজে বহে নিজ নাম
মুমূর্ষুকে তারা দেয় না দাম
ঢাক পেটানো ওদের কাম !
(ইং-১৪-০১-২০১৬-বৃহস্পতিবার)
অন্য কবিতা গুগলে সার্চ দিন(Jiggasa.in)